মাধবপুরে আদিবাসী দূরবারী মুন্ডা বাড়ি এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। সোমবার দুপুরে উপজেলার হরিনখোনা গ্রামে নৃগোষ্টীর এক মাত্র পরিবারটি অবস্থিত। করোনার প্রভাবে নিদারুণ কষ্টে দিন কাটছে তাদের। গ্রামের হাজারো পরিবারের মাঝে প্রায় একঘরে জীবনযাপন করে আসছে পরিবারটি। ৫ সদস্যের পরিবারের একমাত্র রোজগারি নাতি কাট মিস্ত্রির কাজ করে কিন্তু করোনার প্রভাবে বেকার।
সাংবাদিক হামিদুর রহমানের ফেইসবুকে একটি ট্যাটাস দেখে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে সহকারী কমিশনার ভুমি আয়েশা আক্তার সরকারী ত্রানের প্যকেট তার বাড়ি পৌছে দেন।
মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহি উদ্দিনের দূরবারী মুন্ডার দুরাবস্হার খবর পেয়ে সোমবার সাংবাদিক হামিদুর রহমানকে সাথে নিয়ে দূরবারী মুন্ডার হাতে ৫ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, মরিচ, হলুদ, ধনিয়া-১ কেজি পেয়াজ-২ কেজি, চিনি ১ কেজি, চাপাতা-১ প্যাকেট দিয়ে আসেন।
মহি উদ্দিন বলেন, প্রত্যেক কে সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে মানবিক কারনে দাড়ানো দরকার।